বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে সংবাদ সংগ্রহে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার 

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে সংবাদ সংগ্রহে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার 

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউপি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

এ হামলার ঘটনায় আহত হয়েছে মাইটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম জনি ও দৈনিক মানবকণ্ঠের সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি আরিফুজ্জামান হিমন। তারা সকলেই স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সোমবার (১৫ জুলাই) উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার সাংবাদিক শফিকুল ইসলাম জনি বলেন, সোমবার (১৫ জুলাই) উপজেলার ভাষানচর ইউপি চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ও সচিব তামান্না আক্তারের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদ সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় তিন সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা চালায় চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা।

তিনি বলেন, চেয়ারম্যান ও সচিবের কাছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে চাইলে চেয়ারম্যান কাউকে ফোন করেন। এরপরই সেখানে বেশ কয়েকজন যুবক এসে হাজির হয়। তারা প্রথমে আমাদের জেরা করে, এক পর্যায়ে হামলা চালিয়ে মারপিট করে।

এ বিষয়ে অভিযুক্ত ভাষানচর ইউপি চেয়ারম্যান শেখ গোলাম কাউসার হামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি অস্বিকার করে বলেন, সাংবাদিক মারামারি করছে। কোন সাংবাদিক মারছে জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে পারেন নি। 

সদস্যদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই বিষয়টি সমাধান করা হয়েছে। এর আগে গত ২৩ জুন ইউপি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগ এনে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয় ইউপির ৮ সদস্য।

টিএইচ